আদমদীঘিতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার
প্রকাশ : 2022-06-13 20:04:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের আড়াইল ফয়জুল উলুম কওমী মাদ্রাসার মক্তব শ্রেণীর ছাত্র [১২]কে বলাৎকার করার অভিযোগে শিক্ষক মাহফুজ [৩৫]কে র্যাব-১২ এর সহযোগীতায় থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এঘটনায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মাদ্রাসা শিক্ষক মাহফুজ উপজেলার চাঁপাপুর বাজারের মোহাম্মদ আলী কাজীর ছেলে।
জানা যায়, বগুড়ার উত্তর চেলোপাড়ার রফিকুল ইসলামের ছেলে আদমদীঘির সিদ্দিক হোসেন এতিমখানায় আবাসিক বোডিং এ থেকে আড়াইল ফয়জুল উলুম কওমী মাদ্রাসায় মক্তব শ্রেণীতে লেখা পড়া করছিলেন। গত ১ জুন রাত সাড়ে ১০ ঘটিকার সময় খাওয়া দাওয়া শেষে মক্তব্যখানায় মাদ্রাসা ছাত্র ঘুমানোর জন্য শুয়ে পড়ে। এর কিছু পর মাদ্রাসা শিক্ষক মাহফুজ ওই ছাত্রকে পাশের্^র হেফজখানা রুমে ডেকে নিয়ে যায় এবং সেখানে বিছানা বিছিয়ে শুইতে বলে। শিক্ষক মাহফুজের কথামতে হেফজখানা রুমে শুয়ে ঘুমিয়ে পড়ে মাদ্রাসা ছাত্র। রাত ১১ টার সময় ঘুমন্ত মাদ্রাসা ছাত্রকে শিক্ষক মাহফুজ তার রুমের চৌকির উপর নিয়ে জোড়পূর্বক বলাৎকার করে। গত ৪ জুন বলাৎকারের শিকার হওয়া মাদ্রাসা ছাত্রকে দেখার জন্য তার মা মাদ্রাসায় আসলে ওই ছাত্র বালাৎকারের বিষয়টি তার মাকে খুলে বলে। এঘটনাটি ছাত্রের মা মাদ্রাসার সভাপতি মকলেছার রহমানকে জানালে কোন ব্যবস্থা না করে ওই শিক্ষককে মাদ্রাসা থেকে তাড়িয়ে দিয়ে ঘটনাটি ধামাচাঁপা দেয়ার চেষ্ঠা করে ।
অবশেষে বিষয়টি থানা পুলিশ জানার পর বগুড়া র্যাব-১২এর সহযোগীতায় গত ১২জুন রবিবার রাতে চাঁপাপুর বাজার এলাকা থেকে লম্পট শিক্ষক মাহফুজকে গ্রেফতার পুলিশ গ্রেফতার করে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, মাদ্রাসা ছাত্র বলাৎকার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত শিক্ষক মাহফুজকে সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।