আদমদীঘিতে মাদক সেবনের দায়ে তিনজনের দন্ড 

প্রকাশ : 2024-12-19 20:00:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে মাদক সেবনের দায়ে তিনজনের দন্ড 

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে তিন মাদকসেবিকে দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকার কাসু মন্ডলের ছেলে নয়ন হোসেন (৩৪), সান্তাহার বশিপুর এলাকার মৃত রাজেন্দ্রনাথ সরকারের ছেলে অধীর চন্দ্র সরকার (৫৬) ও ইন্দইল এলাকার আজিজুল হকের ছেলে ফাইম হোসেন (৩০)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চোলাই মদ ও গাঁজা সেবনের অপরাধে তিন মাদকসেবিকে আটক করা হয়। পরে সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফাইম হোসেন, নয়ন হোসেন, অধীর চন্দ্র সরকার এদের ১মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।