আদমদীঘিতে মাদক সেবনের দায়ে চার মাদকসেবিকে কারাদন্ড  

প্রকাশ : 2024-01-17 18:40:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে মাদক সেবনের দায়ে চার মাদকসেবিকে কারাদন্ড  

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে চার মাদকসেবিকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দন্ড প্রদান করেন। দন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনী মহল্লার আইয়ুব আলীর ছেলে সোহাইব হাসান (৩২) ও একই মহল্লার মমতাজুল ইসলাম মিঠুর ছেলে মেহেদী হাসান পিএম (২৮), চা বাগান স্টেশন কলোনী মহল্লার মৃত আসকর প্রামাণিকের ছেলে মজনু প্রামাণিক (২৮) এবং চাঁপাপুর এলাকার আব্দুল আলিমের ছেলে বায়োজিদ (২৪)। 

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের উপ-পরিদর্শক শামিমা আক্তার জানান, গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে এ্যাম্পুল ইনজেকশন ও গাঁজা সেবনের সময় চার মাদকসেবিকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সোহাইব হাসানকে এক বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড, মজনু প্রামানিকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড ও বায়েজিদকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড এবং মেহেদী হাসানকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।