আদমদীঘিতে মাছ চাষ ব্যবস্থাপনা প্রশিক্ষন

প্রকাশ : 2021-05-05 15:53:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে মাছ চাষ ব্যবস্থাপনা প্রশিক্ষন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মৎস্য গবেষনা কেন্দ্রে “উন্নত পদ্ধতিতে মাছ চাষ ও ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় সান্তাহার প্লাবনভূমি উপকেন্দ্র, মাৎস্য গবেষনা ইন্সটিটিউট আয়োজিত এই প্রশিক্ষন কর্মসুচিতে সভাপতিত্ব করেন গবেষনা ইন্সটিট্যুটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ডেভিড রেন্টু দাস। 

প্রধান অতিথি ছিলেন, দৈনিক প্রথম আলো’র আদমদীঘি উপজেলা প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মোঃ হারেজুজ্জামান হারেজ। প্রশিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য ‘উন্নত পদ্ধতিতে মাছ চাষ ও ব্যবস্থাপনা’ বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন সান্তাহার মাৎস্য গবেষনা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক মোঃ মনিরুজ্জামান। এই প্রশিক্ষন কর্মসুচিতে মাছ চাষে আগ্রহী অর্ধশত নারী-পুরুষ প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।