আদমদীঘিতে মাইক্রোবাসের ধাক্কায় আহত পত্রিকা বিক্রেতা

প্রকাশ : 2024-01-24 10:44:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে মাইক্রোবাসের ধাক্কায় আহত পত্রিকা বিক্রেতা

বগুড়ার আদমদীঘির পত্রিকা বিক্রেতা মোকলেছার রহমান (৫২) মাইক্রোবাসের ধাক্কায় গুরুত্বর আহত হয়েছে। আহত মোকলেছার রহমানকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সদরের বিভিন্ন অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে পত্রিকা বিতরন করে বাইসাইকেল যোগে বেলা পৌনে ১১টার দিকে আদমদীঘি বাসষ্ট্যান্ড চত্বর থেকে মহাসড়ক দিয়ে নিজ বাড়ী উপজেলা সদরের তেতুঁলিয়া গ্রামে ফেরার পথে শিয়ালসন মোড়ে আল রিয়াদ ফিস মিলের সামনে পেছন দিকে থেকে বগুড়াগামী অজ্ঞাতনামা একটি মাইক্রোবাস স্বজরে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। 

এসময় স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করায়। আহত পত্রিকা বিক্রেতা মোকলেছার রহমান বর্তমানে আদমদীঘি হাসপাতালে ভর্তি রয়েছে।

 

সান