আদমদীঘিতে মহাসড়কে অটোটেম্পুর ২ যাত্রী নিহত
প্রকাশ : 2026-01-03 17:51:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘির বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি উপজেলার বড়আখিড়া গ্রামের মোড়ে বাসের চাপায় সিএনজি অটোটেম্পু থেকে ছড়কে পড়ে যাওয়া দুই যাত্রী বিপরিত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। শনিবার (০৩ জানুয়ারী) সকালে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের বড়আখিড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে বগুড়ার মোকামতলা থেকে সিএনজি অটোটেম্পু যোগে তিন চাচা-ভাতিজা নওগাঁ যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে ওই সড়কের আদমদীঘি উপজেলার বড়আখিড়া গ্রামের মোড় অতিক্রম করার সময় নওগাঁগামী একটি বাস সিএনজি অটোটেম্পুর পিছনে চাপা দেয়। এতে সিএনজির দুই যাত্রী সড়কের ডান দিকে পড়ে যায। এসময় নওগাঁ থেকে যাওয়া একটি দ্রæতগামী ট্রাক ওই দুইজনকে পিষ্ট করে চলে যায়। ফলে সিএনজি অটোটেম্পুর ওই দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। অপর যাত্রী সড়কের বাম দিকে পড়ে সামান্য আহত হয়েছে। খবর পেয়ে আদমদীঘি উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকারি টিম লিডার এ,কে,এম রেজাউল করিম। এদুর্ঘটনায় নিহতরা হল বগুড়ার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া গ্রামের তফছের আলীর ছেলে রফিকুল ইসলাম (৫০) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে রাসের হোসেন (৩৫)। এরা সস্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে। এবিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুপুরে নিহতদের স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।