আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস পালিত
প্রকাশ : 2021-03-27 18:44:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে তোপধ্বনি, বঙ্গবন্ধুর ম্যুরালে ও বধ্যভ‚মিতে পুষ্পমাল্য অর্পন, ফাতিহা পাঠ, পাতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগীতা, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মসজিদে মোনাজাত, মন্দিরে প্রার্থনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হয়েছে। দিবসটি পালনকল্পে শুক্রবার সকালে আদমদীঘি উপজেলা প্রশাসন চত্ত¡রে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, আইপিজে উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগীতা হয়।
এছাড়া আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলা ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল আলম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমূখ।