আদমদীঘিতে মহান মে দিবস পালিত
প্রকাশ : 2024-05-02 19:25:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলা গৃহনির্মান, ট্রাক শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালন করা হয়েছে। গত বুধবার ১ মে সকাল থেকে আদমদীঘি সদর, সান্তাহার পেরৗসভা ও নসরতপুর গৃহনির্মান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
বেলা ১১ টায় র্যালি শেষে আদমদীঘি গোহাট চত্বরে আদমদীঘি উপজেলা সদর, নসরতপুর রেলওয়ে চত্বর নসরতপুর আঞ্চলিক ও সান্তাহার মালগুদাম এলাকায় পৌর গৃহনির্মান শ্রমিক পৃথক র্যালি শেষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেন। আদমদীঘি গোহাট চত্বরে উপজেলা গৃহনির্মান ইউনিয়নের সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, শ্রমিক নেতা আশিকুর রহমান আশিক, ছাত্র নেতা সাকিব আল হাসান সহ নেতৃবর্গ। আলোচনা শেষে শ্রমিকের নায্য দাবি আদায়ে আন্দোলনে সকল শহীদ শ্রমিক ও নিহত শ্রমিকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং খাবার বিতরণ করা হয়।