আদমদীঘিতে মন্দির নির্মান কাজের উদ্বোধন 

প্রকাশ : 2022-03-13 19:34:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে মন্দির নির্মান কাজের উদ্বোধন 

ধর্ম মন্ত্রনালয় ও হিন্দুধর্মীয় কল্যান ট্রাস্টে কর্তৃক বরাদ্দে ১০লাখ টাকা ব্যয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বেণীমাধব আশ্রমের মন্দির নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার নির্মান কাজের উদ্বোধন করেন। এলক্ষে বেণীমাধব আশ্রম প্রাঙ্গনে এক আলোচনা সভা আশ্রম কমিটির কমিটির সভাপতি শুশীল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আঃ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সাদেদুর রহমান চম্পা,সান্তাহার পৌর কাউন্সিলর জার্জিস আলম রতন,হুমায়ন কবির বাদশা,আলা উদ্দীন,পৌর আ’লীগের সভাপতি আবুল কাশেম,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা,সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,পুজা উদযাপন পরিষদের নেতা অনিল গুপ্তা প্রমূখ।