আদমদীঘিতে ভ‚মিহীনদের গৃহ প্রদান সংক্রান্ত ইউএনও’র সংবাদ সম্মেলন

প্রকাশ : 2022-07-20 20:16:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ভ‚মিহীনদের গৃহ প্রদান সংক্রান্ত ইউএনও’র সংবাদ সম্মেলন

“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই স্রোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে ভ‚মিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান ৩য় পর্যায়ে (দ্বিতীয় ধাপে) সারা দেশ ব্যাপী ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা করবেন। উক্ত উদ্বোধন অনুষ্ঠান ও আদমদীঘিতে গৃহ নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে গতকাল বুধবার সকালে নিজ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। 

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলায় যাচাই-বাছাইয়ে ২৫৪ টি ভ‚মিহীন ও গৃহহীন পরিবার রয়েছে। এর মধ্যে ১৭০ টি গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী উপহারের ঘর বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে প্রথম পর্যায়ে উপজেলায় ১০০টি পরিবার, ২য় পর্যায়ে ২৫টি ও ৩য় পর্যায়ে ১৫টি পরিবারের মাঝে উপহারের ঘর প্রদান করা হয়েছে। ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২১ জুলাই ৩০টি পরিবারের মাঝে উপহারের ঘর হস্তান্তর করা হবে। এছাড়াও প্রতি ১০টি পরিবারের জন্য একটি করে গভীর নলক‚পের ব্যবস্থা করা হয়েছে।