আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশ : 2022-01-25 21:16:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি না মেনে চায়ের ষ্টলে বসে আড্ডা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বেশ কয়েকজন কে জরিমানা করেছে। মঙ্গলবার বিকেলে আদমদীঘি উপজেলা সদরের পশ্চিম বাজারে চায়ের ষ্টলে ও ঢাকা রোড নামক স্থানে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সরকার দেশব্যাপী করোনা প্রতিরোধকল্পে জনসমাগম না করা, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার সহ বেশ কিছু বিধি নিষেধ জারি করেন। করোনা প্রতিরোধকল্পে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এ সময় চায়্রে স্টলে গণজমায়েত ও মাস্ক ব্যবহার না করার অপরাধে বেশ কয়েকজনের কাজ থেকে ১৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়।