আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে চার ব্যবসায়ীর জরিমানা
প্রকাশ : 2022-03-23 19:35:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ সেমাই রাখার দায়ে ৪ ব্যবসায়ীর ৯ হাজার টাকা জরিমানা করেছে। ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল মোস্তাকিন মোস্তাকের মুদি দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর কারণে এবং মেয়াদ উত্তীর্ণ সেমাই রাখার অপরাধে ৫ হাজার টাকা সহ মেয়াদ উত্তীর্ণ ৩০ কেজি সেমাই জব্দ করা হয়। এছাড়াও মূল্য তালিকা দোকানে না টাঙ্গানোর কারণে সনৎ তেল মিল মালিকের ২ হাজার টাকা, মুদি ব্যবসায়ী পরেশ দেবনাথের ১ হাজার টাকা, মুদি ব্যবসায়ী আফতাব হোসেনের ১ হাজার জরিমানা করা হয়।