আদমদীঘিতে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : 2022-05-23 20:27:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা হলরুমে বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি)মাহবুবা হক,কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ব্যবসায়ী সমিতির সভাপতি নাজিমুল হুদা খন্দকার, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ব্যবসায়ী দিব্যেন্দু কুন্ডু দুলাল প্রমূখ।