আদমদীঘিতে ভাসুরের ছেলের হাসুয়ার আঘাতে চাচি গুরুতর জখম
প্রকাশ : 2024-02-11 18:32:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে জমি-জমা সংক্রান্ত কলহের জের ধরে বাড়িতে ঢুকে আপন চাচি মুর্শিদা বেগম (৪০) কে ধারালো হাসুয়া দিয়ে মাথায় কুপিয়ে গুরুত্বর জখম করেছে ভাসুরের ছেলে আহাদ ফকির (৩৩)।
ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকাল ১০ টায় উপজেলা সদরের গোড়গ্রামে। আহত চাচি মুরশিদা বেগমকে প্রতিবেশিরা উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে
আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জানা যায়, আদমদীঘি উপজেলা সদরের গোড়গ্রাম বাউস্তপাড়ার প্রবাসী আসলাম আলীর স্ত্রী মুরশিদা বেগমের পরিবারের সাথে তার ভাসুর আবু বক্কর ছিদ্দিকের বেশ কিছুদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। কিছুদিন পূর্বে আবু বক্কর ছিদ্দিকের ছেলে আহাদ আলী তার চাচি মুরশিদা বেগমের ছেলে মহানুরকে মারপিটে আহত করে। এ ঘটনায় থানায় একটি অভিযোগও হয়। পূর্বের ওই জের ধরে গতকাল রবিবার সকাল ১০ টায় ভাসুরের ছেলে আহাদ আলী তার চাচি মুরশিদা বেগমের বাড়িতে ঢুকে তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে মাথায় উপর্যুপরি কুপিয়ে হত্যার চেষ্ঠা করে পােিলয় যায়। এ সময় মুরশিদা বেগমের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনী প্রক্রিয়া চলছে।
সান