আদমদীঘিতে ভলিবল ও শর্টপিস ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

প্রকাশ : 2024-12-03 18:36:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ভলিবল ও শর্টপিস ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

বগুড়ার আদমদীঘিতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, ভলিবল ও শর্টপিস ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগীতায় উপজেলার ৮টি কলেজ অংশ গ্রহণ করে। কলেজ গুলো হলো- রহিম উদ্দিন ডিগ্রী কলেজ, সান্তাহার টেকনিক্যাল কলেজ, আহসানুল হক ডিগ্রী কলেজ, সান্তাহার মহিলা কলেজ, নসরতপুর ডিগ্রী কলেজ, হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজ, আধুনিক কারিগরি কলেজ ও জালাল উদ্দিন আহম্মেদ কলেজ। শর্টপিস ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে আদমদীঘি আধুনিক কারিগরি কলেজকে পরাজিত করে সান্তাহার টেকনিক্যাল কলেজ জয়লাভ করেন।