আদমদীঘিতে ব্যবসায়ীকে মারপিট করে অর্থ লুট, মামলা দায়ের
প্রকাশ : 2022-10-25 16:21:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে এক মুদি ও কীটনাশক ব্যবসায়ীকে পথ রোধে মারপিট করে অর্থ লুটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মুদি ও কীটনাশক ব্যবসায়ী নাজিম উদ্দিন বাবলু বাদী হয়ে গত সোমবার রাতে ৪জন কে আসামী করে মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের মুদি কীটনাশক ব্যবসায়ী নাজিম উদ্দীন বাবলু গত ২১ অক্টোবর দুপুরে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে একটি কাপড়ের ব্যাগে দোকানের মালামাল বিক্রয় ও বাঁকি উত্তোলনের ২ লক্ষ ৩০ হাজার টাকা লইয়া বাড়ীতে যাওয়ার প্রাক্কালে দমদমা গ্রামস্থ দীঘির উত্তর পাড় এলাকায় পৌছা মাত্র একই গ্রামের চিহ্নিত কতিপয় দুষ্কৃতিকারীরা পথ রোধে মারপিট করে ব্যবসায়ী নাজিম উদ্দীনের কাছে থাকা ২ লক্ষ ৩০ হাজার টাকা ও একটি বিদেশী মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ৪জনকে আসামী করে সোমবার রাতে মুদি ও কীটনাশক ব্যবসায়ী নাজিম উদ্দীন বাবলু বাদী হয়ে মামলা দায়ের করেন।
থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।