আদমদীঘিতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডে জুতার দোকান পুড়ে ছাই
প্রকাশ : 2026-01-26 12:20:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বৈদ্যুতিক শট সার্কিট থেকে একটি জুতার দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার (২৪ জানুয়ারী) রাত সাড়ে ১০ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের মেইল রোডে অবস্থিত রহমান সুজ এর খুচরা ও পাইকারি একটি জুতার দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে রহমান সুজ আগুনের সূত্রপাত হয়। ওই সময় স্থানীয় লোকজন দোকানে ভিতর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে। কিছুক্ষণের মধ্যে দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে করে দোকানে থাকা জুতাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের অফিস সহায়ক শাহারিয়া বাদশা ইমন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। তিনি আরও বলেন, খবর পেয়েই ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আসে।
অপরদিকে ওই ব্যবসা প্রতিষ্ঠানে দায়িত্ব থাকা ম্যানেজার রবিউল ইসলাম বলেন, জুতাসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে তার দোকানে ২০ থেকে ২২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে দাবী করেন। তিনি আরও বলেন রহমান সুজ এর দোকান থেকে আমরা পাইকারি ও খুচরা জুতা বিক্রি করে থাকি। দোকানের পিছনে আমাদের জুতার গোডাউন ছিল সেই গোডাউনেও আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতাল রোববার (২৫ জানুয়ারী) বেলা ১১ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, ক্যাশিয়ার মিজানুর রহমান, মিহির সরকার, আনোয়ার হোসাইন, মোমিন খান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে নতুন সদস্য হিসাবে আবু হাসান, পবিত্র কুমার, হেদায়েতুল ইসলাম নয়নকে অন্ত:ভুক্ত করাসহ সংগঠনের কতিপয় গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেয়া হয়।
কা/আ