আদমদীঘিতে বৃদ্ধার গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা
প্রকাশ : 2024-08-01 17:22:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরে শংকরী রানী দাস (৬৫) নামের এক বৃদ্ধা গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে আদমদীঘি উপজেলার তালশন পালপাড়া গ্রামের বিষু নাথ দাসের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার (১ আগষ্ট) ভোর ৪টায় নিজ শয়ন ঘরে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই গ্রামের শংকরী রানী দাসের সাথে তার পুত্রবধুদ্বয়ের কয়েক দিন যাবত পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। গত বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে কাবার শেষে তিনি নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। তার ছেলে নিখিল দাস জানান, ভোর ৪টার দিকে তার মা শংকরী রানী দাসকে শয়ণ ঘরের তালার বাঁশের তীরের সাথে গলায় দড়ির ফাঁস দেয়া ঝুলন্ত দেখে নামিয়ে দেখেন শংকরী রানী দাস মারা গেছে। বেলা ১১ টায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কোন বাদি না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জনান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সান