আদমদীঘিতে বীর মক্তিযোদ্ধাদের মাঝে সনদ ও স্মার্টকার্ড বিরতন
প্রকাশ : 2022-10-25 16:02:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সদন অধিশাথা কর্তৃক বগুড়ার আদমদীঘিতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সাটিফিকেট (সনদ) ও স্মার্টকার্ড বিতরন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সনদ ও স্মার্টকার্ড বিতরন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল জেলা পরিষদের সদস্য মনজু আরা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান,সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,আজমল হোসেন প্রমূখ। পরে উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান জীবিত বীরমুক্তিযোদ্ধা ২৫৪ জনকে এবং মৃত ১৭৩ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারের হাতে ডিজিটাল সাটিফিকিটে(সনদ) বিতরন ও উপজেলার ২৫৪ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাকে স্মাট আইডি কার্ড প্রদান করা হয়।