আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশ : 2024-10-05 18:31:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

“শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  শনিবার (৫ অক্টোবর) আদমদীঘি উপজেলায় র‌্যালি, আলোচনা সভা ও গুনি শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে।

বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ থেকে শিক্ষকদের এক র‌্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদর্ক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক আব্দুল আলীম ও সহকারি শিক্ষক মুক্ত রানীর সঞ্চলনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, অধ্যক্ষ এএইচএম মশিউল আলম, সুপার রহমতুল্ল্যা, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, এনামুল হক, জাহানারা খাতুন, সহকারি শিক্ষক ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম প্রমুখ। সভায় বিভিন্ন ক্যাটাগরিতে অত্র উপজেলা পাঁচজন গুণী শিক্ষককে সম্মাননা হিসাবে বই উপহার প্রদান করা হয়।