আদমদীঘিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাই-লো বেঞ্চ হস্তান্তর
প্রকাশ : 2022-09-17 16:39:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের কারিগরি তত্বাবধানে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’র আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাই-লো বেঞ্চ হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠান গুলোতে বেঞ্চ হস্তান্তর উপলক্ষে শনিবারে দুপুরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান,বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু,ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু,উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর উন্নয়ন প্রকল্প(জাইকা)এর আশরাফ আলী প্রমূখ। শেষে উপজেলার কলেজ,মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয় পর্যায়ের মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৫১ জোড়া হাই-লো বেঞ্চ হস্তান্তর করা হয়।