আদমদীঘিতে বিনামূল্যে ঢেউটিন বিতরণ

প্রকাশ : 2025-04-28 19:03:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে বিনামূল্যে ঢেউটিন বিতরণ

বগুড়ার আদমদীঘিতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ৬টি প্রতিষ্ঠান ও ১২টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এই বিনামূল্যে ঢেউটিন বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী, ইউপি প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু প্রমূখ।