আদমদীঘিতে বিনামূল্যে কৃষকদের মাঝে সার-বীজ বিতরন
প্রকাশ : 2024-04-04 19:28:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে বিনামূল্যে সার-বীজ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা ৪৩০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে খরিফ-১/ ২০২৪-২০২৫ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, অতিরিক্ত কৃষি অফিসার দীপ্তি রানী, উপজেলা আ'লীগের সহ-সভাপতি আবু রেজা খান, কৃষক প্রতিনিধি জালাল উদ্দীন, কৃষি অফিসের এসএপিপিও সাইফুল প্রমুখ।