আদমদীঘিতে বিদ্যুতায়িত হয়ে দোকানির মৃত্যু

প্রকাশ : 2024-07-14 11:03:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে বিদ্যুতায়িত হয়ে দোকানির মৃত্যু

বগুড়ার আদমদীঘির পল্লীতে দোকান ঘরে ঢুকে জানালা খুলে দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে রুহুল আমিন বাবলু (৫৫) নামের এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৩ জুলাই) সকাল ৬টায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির বশিকোড়া মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। সে বশিকোড়া হাটখোলা পাড়ার ইসমাইল হোসেনের ছেলে।

জানা যায়, আদমদীঘির বশিকোড়া হাটখোলা পাড়ার রুহুল আমিন তার শশুড়বাড়ির মন্ডলপাড়ায় পাশে মুদি দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। গতকাল শনিবার সকাল ৬টায় তিনি দোকান ঘরের ভিতর ঢুকে জানালা খোলার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষনা করেন। নিহতের পরিবার জানায়, ওই দোকান ঘরে বিদ্যুতের তার ক্রটিপুর্ন থাকায় লিকেজ হয়ে জানালায় বিদ্যুতায়িত ছিল। রুহুল আমিন বুঝতে না পেরে জানালা খোলার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যায়। ঘটনা তদন্তকারি উপ পরিদর্শক প্রদীপ কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।

 

সান