আদমদীঘিতে বিকল্প আয়বর্ধক হিসেবে জেলেদের মাঝে ভ্যান ও ছাগল বিতরণ
প্রকাশ : 2021-05-09 17:49:46১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলায় বিকল্প আয়বর্ধক কর্মসূচির অংশ হিসাবে দরিদ্র জেলেদের মাঝে ভ্যান গাড়ী ও ছাগল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য অফিসের বাস্তবায়নে উপজেলার ১৫ জন দরিদ্র জেলেদের মাঝে বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ার কবির আহম্মেদ প্রত্যেক জনকে একটি করে ভ্যান ও একটি ছাগল হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি মিহির কুমার সরকার, আতিকুর রহমান, বাবলু প্রমূখ।