আদমদীঘিতে বিএসটিআই এর অভিযানে ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ : 2021-12-05 19:09:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে বিএসটিআই এর অভিযানে ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিএসটিআই'র অভিযানে দুইটি প্রতিষ্ঠান কে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লক্ষ ২৫  হাজার টাকা জরিমানা করা হয়। রোববার বেলা সাড়ে ১২ টার দিকে সান্তাহার পূর্ব ঢাকা রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে থাকায় একটি দাঁতের মাজন ফাক্টারিকে ৫০ হাজার ও গুনগত মান নিম্ন মান ও অস্বাস্থ্যকর ভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় মের্সাস উত্তম ফ্লাওয়ার এন্ড ওয়েল মিলকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট শ্রাবণী রায়। অভিযানে আরও উপস্থিত ছিলেন বগুড়ার বিএসটিআই'র পরিদর্শনকারী কর্মকর্তা জুনায়েদ আহম্মেদ, বগুড়া র‍্যাব-১২ এর ডেপুটি এসিস্টেন্ট ডাইরেক্টর আখতার। অপরদিকে গুনগত মান ও বিএসটিআই এর সনদ ছাড়াই অবৈধ ভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করে পানি বিক্রয়ের অপরাধে মের্সাস আত্িকয়া ট্রেডিংর বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন-২০১৮ এর, (১৫)১ ও ২১ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়।