আদমদীঘিতে বাসার ছাদে বস্তায় আদা চাষ
প্রকাশ : 2025-11-22 18:16:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সখের বসে নিজ বাসার ছাদে থরে থরে সাজানো বস্তায় করেছেন আদার চাষ। নিজ বাড়ির ছাদে এমন ব্যতিক্রমী উপায়ে আদা চাষ করছেন বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের সৌখিন আদা চাষী কবির আহমেদ মামুন। তিনি প্রতি বছর বাসার ছাদে হরেক রকম সবজি, পেয়াজ, রসুন চাষ করে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবার ব্যতিক্রমী পদ্ধতিতে আদা চাষ করে আবারও আলোচনায় এসেছেন তিনি। তিনি এবারে প্রায় শতাধিক বস্তায় প্রথমবারের মতো এই আদা চাষ করেন। এতে তার প্রায় ৫ হাজার টাকা খরচ হলেও ফলন লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা তার। তার এমন উপায়ে আদা চাষ দেখে আগ্রহ বাড়ছে স্থানীয়দের মাঝে।
জানা যায়, স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় গ্রামীণ কৃষিতে আগ্রহ বাড়ছে আদা চাষে। বাড়ির আঙিনা, ছাদ, অনাবাদি ও পতিত জমিসহ বিভিন্ন জায়গায় বস্তায় কিংবা টবে মাটি ভরে আদা চাষ করা যায়। মসলা ও ভেষজ ওষুধ হিসেবে আদা ব্যবহার হওয়ায় এর দামও বেশ চড়া। তাই পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাণিজ্যিক ভাবে বাড়তি লাভের আশায় কবির আহমেদ মামুন আদা চাষ পদ্ধতি অনুকরণিয় দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে গিয়ে কথা হয় কবির আহমেদ মামুনের সাথে। তিনি জানান, বাসার ছাদ ছাড়াও সামনের আঙিনায় সারি সারি বস্তায় আদা চাষ করেছেন তিনি। প্রতি বস্তায় মাটি সংগ্রহ, সার ও লেবার খরচসহ ৬০ টাকার মতন খরচ হয়। চলতি বছরের মে মাসে এই আদার চাষাবাদ শুরু করেছেন তিনি। আবহাওয়া ঠিক থাকলে আর কয়েক মাসের মধ্যে আদা তুলবেন বলেন জানান। যা বিক্রি করে আয় হতে পারে বিনিয়োগের দ্বিগুণ কিংবা তিনগুণের বেশি।
এদিকে কবির আহমেদ মামুনের ব্যতিক্রমী বস্তায় আদা চাষ কার্যক্রম ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আমরা ইতিমধ্যে অবগত হয়েছি উদ্যোমি কবির আহমেদ মামুন ইতিপূর্বে বাসার ছাদে পেয়াজ, রসুন বিভিন্ন সবজি চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলো। এবার ব্যতিক্রমী আদা চাষ করে আবারও দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তার এ ধরনের কাজের ক্ষেত্রে স্বাগত জানাই। বর্তমানে তার আদার চাষ বেশ ভালো হয়েছে। এই কৃষি কর্মকর্তা আরোও বলেন, বস্তায় আদা চাষ করলে অনেক সুবিধা। মাটিতে আদা চাষ করলে অনেক সময় কন্দপঁচা রোগে আক্রান্ত হয়। এতে একটি আদার গাছে এ রোগ হলে পুরো জমি নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে বস্তায় আদা চাষ করলে কোন কারণে একটি হলে শুধুমাত্র সেটি সরিয়ে নিলেই বাকি আবাদ ভালো থাকে। বস্তায় আদা চাষে কীটনাশক এবং পানি লাগে অনেক কম। ফলে যে কোনো স্থানে এভাবে আদা চাষ করা সম্ভব। পাশাপাশি কেউ চাইলে বাসার ছাদে, ব্যালকনি এবং বাড়ির সামনে পরিত্যক্ত স্থানেও চাষ করতে পারে।