আদমদীঘিতে বাজারের ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার-১

প্রকাশ : 2022-07-03 20:57:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে বাজারের ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার-১

বগুড়ার আদমদীঘিতে বাজারের ব্যাগ থেকে দেড় কেজি উদ্ধার সহ রাব্বি মন্ডল(৪৬)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার সান্তাহার সাইলো আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ তাকে গ্রেফতার করে। এঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীকে রবিবার আদালতে পাঠিয়েছে। 

জানাযায়,উপজেলার সান্তাহার সাইলো আবাসিক এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রাকিব হোসেনের নের্তৃত্বে পুলিশের একটি দল শনিবার রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাব্বি মন্ডলকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি বাজারের ব্যাগ থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় দেড় কেজি উদ্ধার করে।