আদমদীঘিতে বসতবাড়িতে হামলা, দুবৃর্ত্ত চক্রের দুই সদস্য আটক
প্রকাশ : 2024-11-13 11:57:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে ডাকাতি করার সময় গ্রামবাসিরা ধাওয়া করে একটি ব্যাটারী চালিত অটোচার্জার (টমটম)সহ দুবৃর্ত্ত চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে। এসময় দুবৃর্ত্তদের মারধরে গৃহকর্তা শফিকুল ইসলাম আহত হয়েছে। গত সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২ টায় আদমদীঘি উপজেলার ছোট জিনইর গ্রামে শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো নওগাঁ সদরের বোয়ালিয়া গ্রামের আনিছুর রহমানের ছেলে জামাল হোসেন (৪২) ও একই উপজেলার শেখপুরা গ্রামের আব্দুল
জোব্বারের ছেলে আব্দুল কাদের (৫৩)। শফিকুল ইসলামের গ্রামের বাড়ি আদমদীঘি-কাশিমালকুড়ি সড়কের পাশে ছোট জিনইর।
তিনি জানান, গত সোমবার দিবাগত রাতে তার ব্যবহৃত অটোভ্যান রেখে বাড়ির দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২ টার দিকে ৭/৮ জনের একদল মুখোশধারি দুবৃর্ত্ত হাতে ছোড়া লাঠিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে গৃহকর্তাকে বেধড়ক মারধরে আহত করে তার বাড়িতে থাকা একটি ব্যাটারি চালিত অটোভ্যান ও অন্যান্য মালামাল লুট করার চেষ্টা করে। এসময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসিরা এগিয়ে আসলে দুবৃর্ত্তরা পালিয়ে যাবার চেষ্টা করলে গ্রামবাসি দুবৃর্ত্তদের ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোচার্জার (টমটম)সহ উল্লেখিত দুই জনকে আটক করে পুলিশে সোর্পদ করেন। অপর দুবৃর্ত্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে আদমদীঘি থানায় হামলার শিকার শফিকুল ইসলাম মামলা না করায় পুলিশ বিধানমতে ওইজনতে ১৫১ ধারায় আদালতে প্রেরন করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে থানার উপ পরিদর্শক হজরত আলী জানান।
কা/আ