আদমদীঘিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশ : 2022-05-19 21:16:03১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলা সদরের রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে এ টুনামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী শিপন আলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু, অধ্যক্ষ আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, শামীম-উল-ইসলাম, আব্দুস সালাম, গোলাম মোস্তফা প্রমুখ।