আদমদীঘিতে বগুড়া-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মহিত তালুকদারের মতবিনিময় সভা
প্রকাশ : 2025-09-20 19:11:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার আদমদীঘিতে দুপচাঁচিয়া উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলার কালাইকুড়ী জিএম এ্যাকোয়া কালচার চত্ত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ লক্ষে এক আলোচনা সভা দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও দুপচাঁচিয়া যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী মন্ডলের সঞ্চালনায় মনবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি বগুড়া-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক মাহিসুর রহমান কাজল, দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী প্রমূখ।