আদমদীঘিতে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ : 2023-09-04 19:06:53১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ১০০ বোতল ফেন্সিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সোমবার বেলা দুপুর পৌনে ২টায় লালমনিহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ইতি বেগম(৩৩) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ১০০ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত লাইলী বেগম ইতি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা সদরের মৃত ইদু মন্ডলের মেয়ে। 

পুলিশ জানায়, লালমনিহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনে এক নারী মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বহন করে নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে অভিযান চালিয়ে একটি স্কুল ব্যাগে ১০০ বোতল ফেন্সিডিল সহ লাইলী বেগম ইতি নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন,ওই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।