আদমদীঘিতে ফুটবল চুরির অপবাদে ছাত্রকে পিটিয়ে আহত করেছে প্রধান শিক্ষক
প্রকাশ : 2023-01-15 13:51:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার পল্লীতে ফুটবল চুরির অপবাদ দিয়ে প্রধান শিক্ষক কর্তৃক হাসিবুল নামের ৫ম শ্রেনির এক ছাত্রকে বেদম বেত্রাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। অমানবিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাঁপাপুর ইউপির গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও শনিবার জানাজানি হয়। এ ব্যাপারে নির্যাতনের শিকার ছাত্রের বাবা হাসান আলী আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার চাঁপাপুর ইউপির গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় চলাকালে একই গ্রামে হাসান আলীর ছেলে ৫ম শ্রেনির ছাত্র হাসিবুল ইসলামকে বিদ্যালয়ের ফুটবল চুরির অপবাদ দিয়ে ডেকে নেয়। এরপর বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে কঞ্চির বেত দিয়ে হাসিবুলের পিটসহ শরীরের বিভিন্ন স্থানে বেদম বেত্রাঘাতে আহত করে। পরে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে বাবা-মাকে ঘটনাটি জানায়। আহত হাসিবুলকে আদমদীঘি হাসপাতালে চিকিৎসা করানো হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম গণমাধ্যম প্রতিনিধিদের বলেন, ফুটবল চুরির করার কারণে তাকে “সামান্য” বেত্রাঘাত করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ মারধর বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার অভিযোগ পাওয়া নিশ্চিত করে বলেন, তদন্ত করে বিধিমতে ব্যবস্থা নেয়া হবে।