আদমদীঘিতে প্রধানমন্ত্রীর উপহার শিশু ও গো-খাদ্য বিতরন

প্রকাশ : 2021-06-16 20:13:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে প্রধানমন্ত্রীর উপহার শিশু ও গো-খাদ্য বিতরন

বন্যা, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দূযোর্গ মোকাবিলার লক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা চত্ত¡রে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র, অসহায় প্রায় দুইশত শিশুদের ও একশত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, ইউপি চেয়ারম্যান এ্যাড. সামছুল হক সাম, আব্দুল হক আবু, সহ নেতৃবৃন্দ।