আদমদীঘিতে পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার
প্রকাশ : 2021-10-10 20:10:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রোববার সন্ধ্যা ৬ টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার রথবাড়ি সার্বজনীন রাধা মাধব মন্দির পরিদর্শন করেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম সেবা।
এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, আদমদীঘি সার্কেল অতিরিক্ত সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আরিফুল ইসলাম, ওসি (তদন্ত) আলমাস হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, প্রদীপ ভৌমিক সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত কল্পে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং সাথে সাথে করোনা কালে যথাযথ স্বাস্থ্যবিধি, সীমিত পরিসরে অনুষ্ঠানাদি সম্পাদনের পরামর্শ প্রদান করেন। বছর ঘুরে আবারোও এসেছে হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। বিশ্ব মানবতার কল্যাণ, জগতের সকল জীবের সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনায় এবং অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয় কামনায় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৬৪টি মন্ডবে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে।