আদমদীঘিতে পুজা উদযাপন পরিষদের উপদেষ্টার স্ত্রীর মৃত্যু
প্রকাশ : 2022-04-10 19:29:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা রতন সরকারের স্ত্রী অতশি রাণী সরকার (৬২) এর ক্যান্সার জনিত রোগে আক্রান্তে হয়ে রবিবার বিকাল ৪টায় নিজ বাড়িতে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন (দিব্যাংলোকান স্বগচ্ছতু)। সে আদমদীঘি উপজেলা পুজা উদযাপন কমিটির দপ্তর সম্পাদক লোকেশ সরকারের বৌদি। স্বর্গীয় অতশি রাণী সরকার এর সৎকার আদমদীঘি মহাশ্বশ্মানে সন্ধ্যায় সম্পন্ন হয়।
তার মৃত্যুতে উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, সহ-সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ সাহা, দিব্যেন্দু কুন্ডু দুলাল, আনন্দ কুন্ডু, যুগ্ম সম্পাদক সুদেপ কুমার ঘোষ, রেবতী মোহন সাহা, সাংগঠনিক সম্পাদক অলোক মোহন্ত, পুজা উদযাপন পরিষদের নেতা কানাই দেবনাথ, অনিল গুপ্ত, চন্দন কুন্ডু, শ্যামল শীল, পীযুষ প্রাং, অতুল সরকার, আনন্দ পাল, ব্যাটেল মৈত্র, শ্রীবাস প্রাং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।