আদমদীঘিতে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : 2022-12-10 19:11:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে পুকুরে পানিতে ডুবে আমির হামজা নামের (৪) বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোটআখিড়া গ্রামে এ ঘটনা ঘটে। আমির হামজা ছোটআখিড়া গ্রামের আব্দুল মোমিন এর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছোটআখিড়া গ্রামের আব্দুল মোমিন এর শিশু পুত্র আমির হামজা বাড়ির পার্শ্বে খেলা করছিল। খেলা করার এক পর্যায়ে বাড়ীর পার্শ্বে পুকুরে পড়ে যায়। এরপর পরিবারের লোকজন দুপুর গড়িয়ে গেলে তাকে খোঁজাখঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির এক পর্যায় স্থানীয়রা দুপুর ১টায় বাড়ির পার্শ্বে একটি পুকুর ওই শিশুটির লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা পুকুরের পানিতে ডুবা শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় শিশুর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।