আদমদীঘিতে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : 2022-10-16 18:33:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে পুকুরে পানিতে ডুবে আরাফাত নামের (৫) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৮ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর রেলওয়ে গোরস্থানের পুকুর থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে সুত্রে জানা যায়,উপজেলার সান্তাহার পৌরসভার ইয়ার্ড কলোনীর বাসিন্দা আবু রায়হানের শিশু পুত্র আরাফাত বাসার বাসায় বাহিরে বের হয়। এরপর থেকে পরিবারের লোকজন খোঁজাখঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির এক পর্যায় রাত ৮টায় বাড়ির পার্শ্বে গোরস্থান পুকুর থেকে শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করে। এ বিষয়ে সান্তাহার শহর ফাঁড়ির পুলিশ উপ-পরিদর্শক উজ্জল হোসেন পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় শিশুর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।