আদমদীঘিতে নেশার ট্যাবলেটসহ ফার্মেসী মালিক গ্রেপ্তার

প্রকাশ : 2023-09-06 17:40:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে নেশার ট্যাবলেটসহ ফার্মেসী মালিক গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী এক অভিযান চালিয়ে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ শফি মাহমুদ উজ্জল(৩৭)নামের এক ফার্মেসী মালিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাকৃত শফি মাহমুদ উজ্জল আদমদীঘি সদর ইউনিয়নের উজ্জলতা গ্রামের আব্দুল লতিফ তালুকদারের ছেলে। এঘটনায় থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পুলিশ গ্রেপ্তারকৃত ফার্মেসীকে গতকাল বুধবার আদালতে পাঠিয়েছে। 

পুলিশ জানায়, আদমদীঘি উপজেলা সদরের বাসস্ট্যান্ড-রেলস্ট্রেশন রোডের বাজার গেটে সনি মেডিকেল স্টোরে বিভিন্ন ঔষধ বিক্রির পাশাপাশি নেশার ঔষধ বিক্রি হয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত (৫ সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে আদমদীঘি থানা পুলিশ ওই অভিযান চালায়। এসময় পুলিশ সনি মেডিকেল স্ট্রোরের র‌্যাক থেকে কয়েকটি প্যাকেটে ১০০টি নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ফার্মেসী মালিক শফি মাহমুদ উজ্জলকে গ্রেপ্তার করে। থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে বলেন,ফার্মেসী মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।