আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ ও ছাত্রলীগ কর্মী গ্রেফতার

প্রকাশ : 2025-05-24 19:10:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ ও ছাত্রলীগ কর্মী গ্রেফতার

বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি অফিস ও সান্তাহার পৌর যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাংচুর, লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া সংক্রান্ত ২টি নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ কর্মী ইসমাইল হোসেন [৬০) ও ছাত্রলীগ কর্মী মিঠু আলী [২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন সান্তাহার ইউনিয়েন আ’লীগের ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও কায়েতপাড়া গ্রামের মৃত রহিম সরদারের ছেলে ও ছাত্রলীগ কর্মী মিঠু আলী আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডহরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। শনিবার [২৪ মে) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ জানায়, গত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা দায়ের হয়। এই মামলায় গত শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে উপজেলার কায়েতপাড়া গ্রাম ও গোড়গ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ [ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আ’লীগ কর্মী ও ছাত্রলীগ কর্মীকে আদালতে পাঠানো হয়েছে।