আদমদীঘিতে নাশকতা মামলায় আ’লীগ কর্মী গ্রেফতার

প্রকাশ : 2024-12-03 17:46:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে নাশকতা মামলায় আ’লীগ কর্মী গ্রেফতার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বিএনপির অফিসে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় হারুনুর রশিদ (৫০) নামের এক আ’লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুর ১টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তিলোচ সোনারপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। 

উল্লেখ্য; গত ১৯ আগষ্ট রাত্রি অনুমান সাড়ে ১০ ঘটিকায় মিছিল বের করিয়া বিএনপি কার্যালয়ে উপস্থিত হইয়া এজাহার নামীয় ০১নং আসামী সিরাজুল ইসলাম খান রাজু এর হুকুমে গ্রেফতারকৃত অপর আসামী জিল্লুর রহমান এর হাতে ককটেল সহ গ্রেফতারকৃত আসামী সহ অন্যান্য আসামীগণ হাতে লাঠি সোটা সহ ভাংচুর করিয়া আসামী আব্দুল হক আবু পেট্রোল বোমা বিএনপি কার্যালয়ে নিক্ষেপ করে অগ্নি সংযোগ করেন। এছাড়া উপরোক্ত আসামীগণ ঘরের ভিতর প্রবেশ করিয়া জিয়াউর রহমান এর ছবি নিচে ফেলিয়া আগুন দিয়া পুড়িয়া দেয় এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবি নিচে ফেলিয়া ঘরের আসবাবপত্র এসি টিভি চেয়ার টেবিল ইত্যাতি ভাংচুর এবং কার্যালয়ে রক্ষিত প্রয়োজনীয় কাগজপত্র আগুন দ্বারা পুড়িয়া দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এ মামলায় গত মঙ্গলবার দুপুর ১টায় আ’লীগ কর্মী হারুনুর রশিদকে গ্রেফতার করা হয় বলে মামলার তদন্তকারি এসআই বকুল হোসেন জানায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আ’লীগ কর্মী হারুনুর রশিদকে আদালতে পাঠানো হয়েছে।