আদমদীঘিতে নারীর লাশ উদ্ধার

প্রকাশ : 2022-07-28 19:33:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে নারীর লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে মর্জিনা বেগম (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টায় আদমদীঘি উপজেলার মুরইল বাজারের পাশে কোচপুকুরিয়া নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। মর্জিনা বেগম উপজেলার শাওইল গ্রামের আবুল কাশেম নামের এক ব্যক্তির তালাক প্রাপ্ত স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মর্জিনা বেগম প্রায় চার বছর ধরে পাশ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। তিনি মাঝে মধ্যে আদমদীঘি উপজেলা এলাকায় আসতেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টার দিকে গ্রামবাসী মুরইল ব্রীজ্রের পাশে কোচপুকুরিয়া নামক স্থানে একটি জমিতে গলায় ওড়নার পেঁচানো অবস্থায় ওই নারীর লাশ দেখতে পায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে বেলা ১১ টার দিকে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।