আদমদীঘিতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

প্রকাশ : 2025-01-09 18:07:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্বরে সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রুমানা আফরোজ। বিশেষ অতিথিরর বক্তব্য রাখেন সান্তাহার শখের পল্লীর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার কারিগরি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, শহর প্রেস ক্লাব সভাপতি জিল্লুর রহমান, সান্তাহার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাগর খান, নির্বাহী প্রকৌশলী (অব:) রেজাউল করিম, মহিলা কলেজের অধ্যক্ষ শাহনাজ পারভীন, উপ-সহকারী প্রকৌশলী মাশফিকুর রহিম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মিরাজ হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে মশক নিধন, জলাবদ্ধতা নিরসন কার্যক্রম, বর্জ্য-শূন্যতা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা প্রচারে একটি সচেতনতা শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট চত্বরে এসে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। বিকেলে অনুর্দ্ধ ১৭ আঞ্চলিক লাল দল ও সবুজ দলের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।