আদমদীঘিতে ধারালো দিয়ে হত্যা চেষ্টা

প্রকাশ : 2025-10-02 19:24:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ধারালো দিয়ে হত্যা চেষ্টা

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের মুরাদপুর গ্রামে পারিবারিক শত্রæতার জের ধরে ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে হত্যা চেষ্টায় চালায় একই গ্রামের মৃত শাহাদত আলী ছেলে ফরিদুল ইসলাম। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার মুরাদপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় হত্যা চেষ্টার স্বীকার রুহুল আমিন বাদী হয়ে ফরিদুল ইসলাম ও তার মা সাবেক ইউপি সদস্য ফাতেমা বেগমের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।  

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুর ১টায় পূর্ব শত্রুতার জের ধরে জমি-জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আদমদীঘি সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের রুহুল আমিন প্রাং এর বাড়ির সামনে এসে ফরিদুল ইসলাম ও তার মা ফাতেমা বেগম প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে। উক্ত সময় রুহুল আমিন তাকে গালিগালাজ করতে নিষেধ করলেও তারা শোনেনা বরং তারা লোহার সুলপি ও হাসুয়া নিয়ে তাকে আক্রমণ করতে আসে। ধারালো অস্ত্র নিয়ে তাকে হত্যা চেষ্টার জন্য আক্রমণ করতে আসলে রুহুল আমিন সাহায্যের জন্য চিৎকার চেচামেচি করলে তার প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হইলে অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন প্রকার ভয় ভীতি সহ হত্যা হুমকি প্রদান করেন। 

এ বিষয়ে আদমদীঘি থানার ডিউটি অফিসার জানান, মুরাদপুর গ্রামের রুহুল আমিন প্রাং বাদী হয়ে আদমদীঘি থানায় ধারালো অস্ত্র দিয়ে হত্যার বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে এ অভিযোগ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।