আদমদীঘিতে ধান ক্ষেতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রকাশ : 2022-11-06 19:22:08১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার পল্লীতে অজ্ঞাতনামা (৫৫) এক নারীর বিবস্ত্র মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে আট টার দিকে উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়নের কারিমাপাড়ার বুড়িমারা মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামিম উল হুদা খন্দকার গণমাধ্যম কর্মীদের জানান, কয়েক দিন ধরে কুন্দুগ্রাম ইউনিয়ন সদরের বাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা ওই নারীকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। এর পর শনিবার সন্ধ্যা রাত সাড়ে সাতটার দিকে ধান কাটা শ্রমিকরা বিবস্ত্র অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দেয়ার পর রাত সাড়ে আট টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্য রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর পরিচয় এখনো মেলেনি। পিবিআইকে ডাকা হয়েছে। তারা ফিঙ্গার প্রিন্ট সহ যাবতীয় আলামত ও তধ্য সংগ্রহ করবেন। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ বগুড়া শজিমেকে পাঠানো হয়েছে।