আদমদীঘিতে ধর্ষণের শিকার কিশোরী, ঘটনার নায়ক গ্রেপ্তার 

প্রকাশ : 2022-10-27 19:24:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ধর্ষণের শিকার কিশোরী, ঘটনার নায়ক গ্রেপ্তার 

বগুড়ার আদমদীঘিতে প্রতিকৃর ডাকে সাড়া দিতে গিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষনের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সান্তাহার বৈশাখী অটোমেটিক রাইচ মিল এলাকায়। এঘটনায়  থানায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনার নায়ক বায়েজিদ হোসেন(২২)কে গ্রেপ্তার করে বৃহস্প্রতিবার আদালতে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃত বায়েজিদ হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কশবহেদাযরেতী গ্রামের আব্দুল মালেকের ছেলে। 

জানাযায়, উপজেলার সান্তাহার বৈশাখী অটোমেটিক রাইচ মিল সংলগ্ন বসবাসকারী কিশোরী মেয়ে প্রতিদিনের ন্যায় পরিবারের সঙ্গে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার দিবাগত রাত ২ টায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির বাহিরে বৈশাখী অটোমেটিক রাইচ মিলের গেটের সামনে বাথরুমে দিকে যান। এ সময় ওঁত পেতে থাকা বায়েজিদ হোসেন জোর পূর্বক ওই কিশোরীকে মুখে রুমাল গুজে একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। তখন ওই কিশোরীর চিৎকারে পরিবারের সদস্যরা ঘুম থেকে জাগা পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে বায়েজিদ হোসেন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে বায়েজিদ হোসেনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।