আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
প্রকাশ : 2022-08-21 19:13:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২০ আগষ্ট) ভোর রাতে উপজেলার মালসন রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ সদর থানার চক রামচন্দ্র গ্রামের আব্দুস সাত্তার ছেলে বুলবুল (৩৪), আব্দুর রশিদের ছেলে হাসান (২৫), নওগাঁ আত্রাই উপজেলার মালিপুকুর গ্রামের মৃত ফাইজুদ্দিনের ছেলে ফরিদ (২৬), মৃত মানিক সরদারের ছেলে সেন্টু সরদার (৩৫), তালেব মন্ডলের ছেলে রেজাউল মন্ডল (২৬), মহাদেবপুর উপজেলার বেলঘরিয়া গ্রামের মৃত মসতুল মন্ডলের ছেলে মুকুল মন্ডল (৫০)। রবিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি গনমাধ্যমকর্মীদের পুলিশ জানান।
পুলিশ জানান,শনিবার ভোর রাতে আদমদীঘি উপজেলা সান্তাহার মালশন পাকা রাস্তার মোড়ে দেশীয় অস্ত্রশস্ত্র কতিপয় ডাকাত অবস্থান করিয়া ডাকাতি প্রস্তুতি গ্রহণ করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছিলে ডাকাতগণ পালানোর চেষ্টার সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জামাদি ২টি চাপাতি, ১টি হাতুড়ী, ২টি লাঠি, ১টি সিএনজি, রশি সহ ৬টি মোবাইল ফোন, ৬টি মা· উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে। রবিবার বিকেলে গ্রেফতারকৃতদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।