আদমদীঘিতে দুর্বৃত্তের আগুনে পুড়ল ছ-মিল

প্রকাশ : 2024-09-22 19:24:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে দুর্বৃত্তের আগুনে পুড়ল ছ-মিল

বগুড়ার আদমদীঘিতে দুর্বৃত্তের দেয়া আগুনে একটি কাঠের ছ-মিল পুড় ভূষ্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার পশ্চিম বাজার ব্রীজ সংলগ্ন এলাকায়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

জানা যায়, গত শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় দুলাল মিয়ার কাঠের ছ-মিলে কে বা কাহারা অগ্নি সংযোগ করলে ছ-মিলটি আগুনে ভূষ্মিভূত হয়ে যায়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ ছ-মিল মালিক দুলাল মিয়া জানায়, গত শনিবার রাতে কে বা কাহারা শত্রুতা করে আমার ছ-মিলে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই আদমদীঘি ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করলেও ছ-মিলে গচ্ছিত কাঠ, একটি মোটর, ছ-মিল মেশিন সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে নষ্ট হয়ে যায়। এতে আমার প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

আদমদীঘি থানার এসআই তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো।  এব্যাপারে ক্ষতিগ্রস্ত দুলাল মিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।