আদমদীঘিতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, পুরুষ শূন্য গ্রাম

প্রকাশ : 2022-03-07 19:25:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, পুরুষ শূন্য গ্রাম

বগুড়ার আদমদীঘি উপজেলার লক্ষীপুর গ্রামে সরকারী কাজে বাধা প্রদান ও পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশ সদস্য জিকরুল হাসানকে আহত হওয়ার ঘটনায় দু’গ্রুপের ৯১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় হেলাল উদ্দীন নামের এক যুককে গ্রেপ্তার করেন পুলিশ।  

জানা যায়, উপজেলার লক্ষীপুর গ্রামের মসজিদের নামীয় সম্পত্তি নিয়ে আব্দুল কাদের ছেদ্দা ও শাহীন গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বহুবার দু’পক্ষের দীর্ঘদিনের চলমান বিবাদ আপোষ মিমাংসার চেষ্টা করেও তার কোন সুরাহা হয়নি। লক্ষীপুর গ্রামের দু’গ্রুপের নেতৃত্ব দেন আব্দুল কাদের ছেদ্দা ও অপর পক্ষের শাহীন। গত ৫ মার্চ শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ছেদ্দা ও তার লোকজনের খড়ের পালায় আগুন দেয়ার ঘটনা ঘটে। খড়ের পালায় আগুন লাগানোকে কেন্দ্র করে গত ৬ মার্চ রবিবার বেলা ১০ টায় দু’গ্রুুপের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে গ্রামের প্রবেশ পথে দলবদ্ধ হয়ে উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।  দু’গ্রুপের লোকজন সরকারী কাজে বাধা প্রদান করে এবং পুলিশের উপর হামলা চালায়। 

এসময় উভয় পক্ষের লোকজন রেল লাইনের পাথর ছোড়াছুড়ি শুরু করলে থানার পুলিশ সদস্য জিকরুল হাসানের মাথায় লাগলে সে গুরুত্ব আহত হয়। বর্তমান ওই আহত পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এসআই মোশারফ হোসেন আকন্দ বাদী হয়ে আব্দুল কাদের ছেদ্দা সহ দু’গ্রুপের ৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরোও ৬০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এদিকে পুলিশ সদস্য আহত হবার পর থেকে লক্ষীপুর গ্রাম এখন পুরুষ শুন্য হয়ে পড়েছে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, সরকারী কাজে বাধা প্রদান ও পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।