আদমদীঘিতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি
প্রকাশ : 2022-12-17 17:50:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে একটি চালের গুদাম ও সান ভ্যারাইটিস্টোরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ১৬ ডিসেম্বর শুক্রবার গভীর রাতে উপজেলার সদরের বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় সংলগ্ন একটি চালের গুদামের গেটের তালা কেটে এবং শিশু নিকেতন স্কুলের সামনে সান ভ্যারাইটি স্টোর দোকান ঘরের তালা কেটে দুর্ধর্ষ এ চুরির ঘটনাটি সংঘটিত হয়।
চাল ব্যবসায়ী তালসন গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া বলেন,উপজেলা সদরের চাল বাজারে একটি দোকান দিয়ে দীর্ঘ দিন ধরে সে চালের ব্যবসা করে আসছি। দোকানের জায়গা কম হওয়ায় আমার বাড়ীর পাশে বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি গুদামে চাল সংরক্ষন করে রাখি। কে বা কারা গুদামের গেটের তালা কেটে গুদাম থেকে ৫৪ বস্তা স্বর্না পাঁচ চাল শুক্রবার গভীর রাতে চুরি করে নিয়ে যায়। শনিবার সকালে আমি জানতে পারি আমার গুদামে চরি সংঘটিত হয়েছে। অপরদিকে একই রাতে শিশু নিকেতন স্কুলের সামনে সান ভ্যারাইটিস্টোরে চুরির ঘটনা ঘটে। দোকান মালিক অরুন কুমার শীল জানান,শুক্রবার রাত ৮টায় আমার স্ত্রী দোকান বন্ধ করে বাসায় চলে যায়। শনিবার সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের গেটের তালা কেটে চোরেরা ক্যাশ ড্রয়ার থেকে নগদ ৩০ হাজার টাকা এবং দোকান থেকে প্রায় ১৫ হাজার টাকার বেনসন,গোল্ডলিফ,স্টার সিগারেট চুরি করে নিয়ে যায়। পুলিশ চুরির ঘটনা জানান পর শনিবার সকালে চুরি যাওয়া ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।